করোনা পরবর্তি ওয়াশিংটন ফোবানা হবে বৈচিত্রময়

, প্রবাসী

জুয়েল সাদত | 2023-08-30 04:20:33

গত ৩১ জুলাই ভার্জি নিয়ার মেনাসানে ৩৫ তম ফেবানার জমকালো ফেবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। কোভিড পরবর্তি উত্তর আমেরিকার সর্ববৃহত মিলনমেলা হবে ওয়াশিংটনের ফোবানায়। হোষ্ট কমিটি জানিয়েছেন, নানা রকম বৈচিত্রে সাজানো হয়েছে এবারের ৩৫ তম ফোবানার শীতকালীন আসর।

আগামী ২৬-২৮ নভেম্বর ওয়াশিংটন মেট্রো ডিসিতে অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৫তম সম্মেলনে আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবার্ষিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তি উদযাপনসহ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এবারের ফোবানা সম্মেলনের শ্লোগান হবে - ‘অদম্য বাংলাদেশ - অবাক বিশ্ব’।

শনিবার ভার্জিনিয়ার মেনাসাসে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস অ্যান্ড ফোবানা লিডার্স’ অনুষ্ঠানে প্রকাশিত কর্মসূচিতে আরো জানানো হয়, ফোবানা তার ঐতিহ্য ধরে রাখার জন্য সব সময় নতুন নতুন ইভেন্ট যুক্ত করে। ওয়াশিংটন ফোবানার চমৎকার ভেন্যু সকলের প্রশংসা কুড়িয়েছে। ফোবানা সকলের মতামতকে সম্মান জানায়। ঐক্যবদ্ধভাবে সকল প্রবাসীদের প্রতিনিধিত্ব করতে ফোবানা সংকল্পবদ্ধ। কোভিড চলাকালীন ফোবানা নির্বাহী সংসদ মানবিক কাজে উত্তর আমেরিকায় দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীতেও করে যাবে।

barta24

ফোবানা নেতৃবৃন্দ জানান, সম্মেলনের বিভিন্ন পর্বে প্রতিযোগিতা, সেমিনার, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সবুজ জমিনে লাল বৃত্ত, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ থাকবে নানামুখী আয়োজন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে।

ফোবানা নেতৃবৃন্দ সম্মেলন করতে ওয়াশিংটন মেট্রো ডিসি এলাকার সকল প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ফোবানাকে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে উল্লেখ করে প্রাক্তন চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী বলেন, ফোবানা তার সাংবিধানিক কাঠামো এবং আইনের ধারায় ধীরগতিতে এগিয়ে চলেছে। পরে তিনি ফোবানার গান ‘বন্ধন’-এর অডিও রিলিজ করেন। এরপর এক মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

barta24

আয়োজক কমিটির আহ্বায়ক জিআই রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব মাসুদ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান এটর্নি মোহাম্মেদ আলমগীর, মাহবুব রহিম, নাহিদ চৌধুরী ও জসিম উদ্দিন, আয়োজক কমিটির সভাপতি ইনারা ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী ও কোষাধ্যক্ষ ড. ফায়জুল ইসলাম, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আখতার হোসেন, মঞ্চসজ্জা কমিটির চেয়ারম্যন আবু সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফোবানা নির্বাহী কমিটির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য ও উপদেষ্টাসহ ওয়াশিংটন মেট্রো ডিসি এলাকার সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

এবারের ফোবানা মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত হয়েছে মুল ধারার মিডিয়াগুলো এবং ফোবানার মিডিয়া কমিটি সহ সকল কমিটিগুলো হাই প্রফেশনালদের যুক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর