প্রয়াণবার্ষিকীতে নজরুল স্মরণ কলকাতায়

, প্রবাসী

কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 04:05:04

কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে কলকাতার নতুন পরিকল্পিত নিউটাউন-রাজারহাটে নজরুলতীর্থ মিলনায়তনে হিডকো আয়োজন করেছিল ‘অন্তরে তুমি আছো চিরদিন’ শীর্ষক একটি স্মরণানুষ্ঠান। ছায়ানট (কলকাতা)-র সভাপতি সোমঋতা মল্লিকের পরিচালনায় সংস্থার শিল্পীবৃন্দের নজরুলসঙ্গীত পরিবেশনায় সূচিত হয় অনুষ্ঠানের।

শনিবারের (৪ সেপ্টেম্বর) পুরো আয়োজনই হয়ে উঠেছিল নজরুল বন্দনায় ঋদ্ধিমান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রকাশনায়, ছায়ানট (কলকাতা) - এর উদ্যোগে নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর একক কণ্ঠসমৃদ্ধ সিডি-অ্যালবাম 'শিশু-কিশোরদের নজরুল'-এর মোড়ক উন্মোচন। শিল্পী স্বয়ং ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন কে ডি এ-এর চেয়ারম্যান দেবাশিস সেন, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী সুস্মিতা গোস্বামী, রবীন্দ্রতীর্থ এবং নজরুলতীর্থের কিউরেটর অনুপ মতিলাল, ছায়ানট (কলকাতা)-র সভাপতি সোমঋতা মল্লিক ও কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার স্বাগত গঙ্গোপাধ্যায়।

এছাড়াও, ছায়ানট (কলকাতা)-র উদ্যোগে 'কলকাতায় নজরুল' শীর্ষক কাজী নজরুল ইসলামের কর্মস্থল কলকাতায় তাঁর স্মৃতিধন্য বাড়িগুলোর ছবি ও তথ্যসহ পনেরোটি পোস্টকার্ডের সুদৃশ্য একটি সেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যার প্রকাশক কোয়েস্ট ওয়ার্ল্ড।

সোনালী চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় সোমঋতা মল্লিকের পরিচালনায় সমবেতভাবে নজরুল সঙ্গীত পরিবেশেনের মধ্য দিয়ে। এতে অংশগ্রহণ করেন সোমা রায় বর্মন, গৌরী ধর এবং সুরূপা মল্লিক। তারপর কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পাঠ করেন তাপস চোধুরী, ইন্দ্রানী লাহিড়ী, প্রণমি ব্যানার্জী, শ্রীপর্ণা বিশ্বাস এবং সোনালী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে একক নজরুল সঙ্গীত পরিবেশেন করেন সুস্মিতা গোস্বামী, মঞ্জুষা চক্রবর্তী এবং সোমঋতা মল্লিক। অনুষ্ঠান শেষ হয় কল্যাণী কাজীর কণ্ঠে 'জয় হোক' গানটির মধ্য দিয়ে।

এদিনই ছায়ানট (কলকাতা)-র উদ্যোগে কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে বিশ্বব্যাপী প্রকাশিত শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের ২৫টি কবিতার একটি সংগ্রহযোগ্য আবৃত্তি সংকলন — 'শিশু-কিশোরদের নজরুল', কণ্ঠে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী, পরিকল্পনা-পরিচালনায় সোমঋতা মল্লিক ও নির্মাণ-সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়।

কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রকাশনায় ছায়ানট (কলকাতা)-র বিশেষ শ্রদ্ধার্ঘ্য 'কলকাতায় নজরুল' শীর্ষক পোস্টকার্ড সেটটির তথ্য-সংগ্রহ ও পরিকল্পনায় সোমঋতা মল্লিক, আলোকচিত্রে মাসুদুর রহিম রুবাই, সৃজন ও নির্মাণে স্বাগত গঙ্গোপাধ্যায়, প্রচ্ছদাঙ্কনে শেখ মোঃ সাদিকুজ্জামান এবং সার্বিক সহযোগিতায় ‘নজরুল ইন’ ওয়েবসাইট ও ‘রেডিও নজরুল’।

সমগ্র অনুষ্ঠানটি ফেসবুক লাইভের মাধ্যমে বিশ্ব-সম্প্রচারও করা হয়। কোভিড অতিমারীর পরিস্থিতিতে মনোজ্ঞ অনুষ্ঠানটি কলকাতা তথা বৈশ্বিক বাঙালি সমাজে নজরুলের কথা, সুর, স্মৃতিতে স্মরণীয় আবহে দোলা দেয়।

এ সম্পর্কিত আরও খবর