'আমাদের অহংকার করার মত একটি দেশ আছে, দেশটাকে ভালোবাসুন'

, প্রবাসী

জুয়েল সাদত | 2023-08-31 04:29:51

'আমাদের অহংকার করার মত একটি দেশ আছে, দেশটাকে ভালোবাসুন' উল্লেখ করে বর্ষীয়ান রাজনীতিবিদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, 'আপনারা দেশটাকে ভালোবাসবেন। বিদেশ থেকে দেশের ভাবমুর্তি নষ্ট করতে একটি শক্তিশালী চক্র কাজ করছে, আপনারা সজাগ থাকবেন।'

গত ১৮ ডিসেম্বর সেন্ট্রাল ফ্লোরিডার ওররান্ডোর আপনা ইভেন্ট সেন্টারে সন্ধা ৭টায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসব ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, 'যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের রাজনীতিতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ একটি অনুকরণীয় সংগঠন। আজ বিদায়ী সভাপতিকে যেভাবে সম্মান জানিয়ে বিদায় জানানো হচ্ছে তা দেখার ও শেখার বিষয়। এই কমিটির উপদেষ্টায় যারা আছেন তারা দেশের গর্বিত সন্তান।'

তিন পর্বের বিজয় উৎসবের শুরুতে বিদায়ী সভাপতি জয়নাল চৌধুরীকে ক্রেস্ট দিয়ে বিদায় জানান নতুন সভাপতি কাজী আসিফ ইকবাল (সুকন)।

মূল অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ও ডিজিটাল বাংলাদেশের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়ে। ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু মহানগর আওয়ামী লীগের মূল আলোচনা পর্বের উপস্থাপনা করেন। প্রথমে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে নীরবতা পালন করা হয়ে।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, 'বিশ্বের একমাত্র জাতি আমরা ভাষার জন্য ও দেশের জন্য রক্ত দিয়েছি। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।'

মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থের লেখক উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন বলেন, 'আমাদের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আজ আমেরিকার একটি ভালো সংগঠন। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে গর্ব বোধ করি।'

বিশেষ অতিথির বক্তব্য উপদেষ্টা ডাঃ মুরাদ খাঁন ঠাকুর বলেন, 'বাংলাদেশের ৫০ বছরের অর্জন নিয়ে গবেষণা চলছে৷ আমাদের বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বেই দেশ নানা সূচকে বিশ্বে সমাদৃত।'

উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা শামীম মৃধা বলেন, 'বাংলাদেশের মুক্তিযোদ্বারা বর্তমানে সম্মানিত। তাদের সন্তানরা-ও সম্মান ও গর্ববোধ করেন, তার পিতার কারণে।'

আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা যুগ্ম সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সহ-সভাপতি সাংবাদিক - কলামিস্ট জুয়েল সাদাত, সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন, সিনিয়র সভাপতি জাহাঙ্গির সরদার, সহ সভাপতি মেহেদি বাবুল।

সভাপতির বক্তব্যে কাজী আসিফ ইকবাল সুকন বলেন, 'আমরা সেন্ট্রাল ফ্লোরিডার সকলকে দাওয়াত করেছিলাম সম্মিলিতভাবে বিজয উৎসব পালনের জন্য। সবাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাই সকলকে। আমাদের আগামীতে আরো বড়ো পরিসরে বিজয় দবস আয়োজনের সুযোগ থাকবে।'

দ্বিতীয় পর্বে আনোয়ার হোসেন সেন্টু ও নাজিম উল্লাহ লিটনের সম্পদনায় বিজয় উৎসবের ম্যাগাজিন "স্বপ্ন" এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টাগণ। চমৎকার প্রচ্ছদের ৯২ পৃষ্ঠার তথ্যবহুল "স্বপ্ন" ম্যাগাজিন সকলের দৃষ্টি কাড়ে।

বিজয় উৎসবের আকর্ষণীয় শিশুদের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে ২৪ জন অংশগ্রহণ করে। তাদের মধ্য সেরাদের বাছাই করে ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন মোহাম্মদ সফি, নাজিম উল্লাহ লিটন, কাজী আসিফ ইকবাল সুকন।

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বিজয় উৎসবে দীর্ঘদিন সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের পেছনে ও কমিউনিটিতে নিবেদিত কাজ করার জন্য দুই জনকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন ডেমোক্রটিক রাজনীতিতে সম্পৃক্ত এ কে এম হোসেন হিটু ও নোরেন হায়দার।

তারা তাদের অনুভূতি ব্যক্ত করে কমিউনিটির সকলকে ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগকে ১৭তম বিজয় দিবস পালনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে শেষ দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান "বঙ্গবন্ধুর আত্মজীবনী" গ্রন্থ সকলকে উপহার দেন।

বিজয় উৎসবের মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নাজিম উল্লাহ লিটন। রোকশানা মির্জা দেশের গান দিয়ে শুরু করেন। তিনি একাধারে দশটি জনপ্রিয় গান পরিবেশন করেন। রোকশানার পার্ফমেন্স দর্শকদের আনন্দ দান করে৷

রাত ১১টায় মঞ্চে আসেন বাউল সম্রাট সফি মন্ডল। অসাধারণ পরিবেশনায সফি মন্ডল মাতিয়ে রাখেন পুরো ১ ঘণ্টা। চমৎকার গায়কী ভঙ্গি ও লোকজ পোষাকের সফি মন্ডল জনপ্রিয় লোকজ সংগীত পরিবেশন করেন। রাত বাড়তে থাকে দর্শকরা বসে গান শোনেন দেশের গান, মাটির গান, মুগ্ধতায় নাঁচতে থাকেন। দেশপ্রেমের 'বাংলাদেশ' পুরো মিলনায়তনে বাংলাদেশ প্রতিধ্বনিত হতে থাকে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুরাদ হোসেন, নাজিম উল্লাহ লিটন, আব্দুল জলিল,জুয়েল সাদাত, আনোয়ার হোসেন সেন্টু, মিজানুর রহমান সামশু,কাজী লোপা,রোকেয়া আকতার মিশু,আবু সাইদ, মোহম্মদ শফি, মিজান মোস্তফা সবুজ, জাহাঙ্গীর সরদার,আলো আহমদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর