মালয়েশিয়ার পেনাংয়ে ২৪ বাংলাদেশি আটক

, প্রবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 04:30:29

অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ার পেনাংয়ে ২৪ জন বাংলাদেশিসহ মোট ৭০ জন বিভিন্ন দেশের নাগরিককে আটক করেছে পেনাং ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে পেনাং শহরের একটি বাস টার্মিনালে অতর্কিত অভিযান চালায় পেনাং ইমিগ্রেশন পুলিশ৷ এসময় চায়নিজ নতুন বর্ষের ছুটি উপলক্ষে স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল৷ অভিযান শুরু হলে অভিবাসীরা দিগ্বিদিক হয়ে ছোটাছুটি শুরু করেন৷ অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

পেনাং ইমিগ্রেসন বিভাগের প্রধান ইজহাম ইদ্রিস বলেন, সকাল ৯ টায় শুরু হওয়া এই পাঁচ ঘণ্টার অভিযানে ৯৭৬ জন বিদেশিকে তল্লাশি করা হয়। যার মধ্যে ৭০ জনকে আটক করা হয়েছে। ভ্রমণের ডকুমেন্ট প্রদর্শনে ব্যর্থ হওয়া, মেয়াদ সম্বলিত ভ্রমণ পাশ প্রদর্শনে ব্যর্থ হওয়া, অতিরিক্ত মেয়াদে অবস্থানসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি ছাড়াও রয়েছে, মায়ানমারের ২৪ জন পুরুষ ও ৩ জন নারী, ৫ জন নারীসহ ১০ জন ইন্দোনেশিয়ান নাগরিক, ভিয়েতনামের একজন পুরুষ ও তিনজন নারী, চারজন নেপালি এবং একজন ভারতীয়৷

এ সম্পর্কিত আরও খবর