মালয়েশিয়ায় আরও ৬৮ বাংলাদেশি আটক

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:18:57

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সিটি সেন্টার এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা এক অভিযানে ৬৮ জন বাংলাদেশিসহ মোট ১২৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

দেশটির ইমিগ্রেসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দিজাইমি দাউদ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৬৮ জন, ইন্দোনেশিয়ার ৩৬ জন, মিয়ানমারের ছয় জন এবং নেপালের নয় জন। বাকিরা পাকিস্তান, ইয়েমেন এবং ভারতের নাগরিক।

দাতুক খায়রুল দিজাইমি দাউদ বলেন, ‘অধিকতর তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের ইমিগ্রেশন ডিটেনসন ডিপোর্টে নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তিগত তথ্যের জন্য এদের আটক করা হয়নি। তারা তাদের পাসের (অনুমতি) অনৈতিক ব্যবহার করেছে এবং মেয়াদের বেশিদিন অবস্থান করছে। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা, আটক করা, চার্জ গঠন এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’

মালয়েশিয়ার ইমিগ্রেসন বিভাগের মহাপরিচালক বলেন, ‘গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আমরা ১ হাজার ৩৫৩ টি অভিযান পরিচালনা করেছি। এতে ৫ হাজার ৯১ জন অবৈধ অভিবাসী এবং ৮৩ জন নিয়োগকর্তা আটক হয়েছে।’

অবৈধ অভিবাসী সর্ম্পকে কারও কাছে তথ্য থাকলে ইমিগ্রেশন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।

এর আগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) পেনাংয়ে ২৪ জন বাংলাদেশিকে আটক করে ইমিগ্রেসন বিভাগ পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর