ইন্দোনেশিয়ায় নৌকায় যাওয়া ২০০ বাংলাদেশি উদ্ধার

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-24 15:37:08

ইন্দোনেশিয়ার মেদানে প্রায় ২০০ বাংলাদেশি আটক হয়েছে। ধারনা করা হচ্ছে, গত কয়েক মাসের মধ্যে এরা নৌকায় করে ওই শহরে পৌঁছান এবং মালয়েশিয়ায় যাওয়ার জন্যে অপেক্ষা করছিলেন। এরা সবাই নৌকায় করে ইন্দোনেশিয়ায় এসেছেন বলেই ধারণা করছে স্থানীয় পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) মেদান শহরের কর্তৃপক্ষ জানান, সুমাত্রার এই শহরে পুলিশ এই সন্দেহভাজনদের আটক করে।

পুলিশ জানান, গত মঙ্গলবার তারা একটি শপহাউজে অভিযান চালিয়ে ১৯২ জনকে আটক করে। যাদের বেশিরভাগের বয়স ২০ বছরের নিচে। তারা একটি দোতলা ভবনে লুকিয়ে ছিলেন। সেখানে অনাহারে দিন কাটাচ্ছিলেন।

কর্তৃপক্ষ ধারনা করছেন, এরা সকলেই বাংলাদেশ থেকে এসে এখানে কয়েক মাস ধরে বন্দী হয়ে রয়েছেন। এবং আশা করছেন মালয়েশিয়া যাওয়ার।

মেদান ইমিগ্রেশন প্রধান ফেরি মোনাং সিতে বলেন, আমরা মনে করছি এরা নৌকায় করে এসেছেন। এদের কাছে কোন ডকুমেন্টস পাওয়া যায়নি। আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে ফেরত পাঠাবো কি, পাঠাবো না!

তিনি বলেন, এখনো পরিষ্কার হওয়া যায়নি এই ভবনটি কার অথবা এদের সঙ্গে তার সম্পর্ক কি।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় শতাধিক আফগান এবং মায়ানমারের শরণার্থী আশ্রয় নিয়েছে।

এর আগে ২০১৫ সালে নৌকায় হাজারের ওপর বাংলাদেশি ও মায়ানমার থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা ইন্দোনেশিয়ার মেদান ও থাইল্যান্ডে পৌছায়।

এ সম্পর্কিত আরও খবর