৭ বছরে ২৩৬ জনকে লং টার্ম ভিসা দিয়েছে ভারত

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-31 05:18:06

গত ৭ বছরে দীর্ঘদিন অবস্থানের জন্যে বাংলাদেশের ২৩৬ জনকে লং টার্ম ভিসা (এলটিভি) দিয়েছে ভারত। একই সময়ে পাকিস্তানের ৩৬ হাজারের বেশি নাগরিককে এই ভিসা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দেশটির সংসদে এই তথ্য প্রদান করা হয়।

দেশটির লোক সভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানান ইউনিয়ন মিনিস্টার অব স্টেট ফর হোম কিরেন রিজ্জু। তিনি আরও জানান, ২০১১ থেকে ২০১৭ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত মায়ানমারের ৮৮৪ জনকে এই ভিসা দেয়া হয়েছে।

রিজ্জু বলেন, তথ্য অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১১ সালে পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের জন্যে এই এলটিভি চালু করে। ২০১১ থেকে ২০১৮, এই ৭ বছরে পাকিস্তানের ৩৬ হাজার ৬১০ জনকে এবং বাংলাদেশের ২৩৬ জনকে এই ভিসা প্রদান করা হয়েছে।

বর্তমানে প্রচলিত নিয়মে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের এই বিশেষ ক্যাটাগরির ভিসা প্রদান করা হয়।

২০১৭ সালের ১৭ জুলাই থেকে আফগানিস্তানের নাগরিকদের জন্যে এলটিভি চালু হলেও এখন পর্যন্ত কাউকে এই ভিসা দেয়া হয়নি বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর