চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন

, প্রবাসী

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 02:20:21

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণের মধ্য দিয়ে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটিতে পালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (২৬ মার্চ) ওই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষকদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড স্কলারস অ্যাসোসিয়েশন' বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের উপস্থাপনায় ও পরিচালনায় সকালে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আল আমিন, সহ-সভাপতি ড. জাকারিয়া প্রধান এবং মহিলা বিষয়ক সম্পাদক আফসানা হোসাইন।

পরে অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একটি স্থানে সমবেত হন। বাংলাদেশের পতাকা নিয়ে ক্যাম্পাস পরিভ্রমণ করেন তারা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

পরে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. শাহ আলম।

এ সম্পর্কিত আরও খবর