সিঙ্গাপুর প্রবাসীদের মন ছুঁয়ে গেলেন অদিতি মহসিন

, প্রবাসী

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:48:46

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের একক সঙ্গীতানুষ্ঠান। স্থানীয় বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এন্ড হেরিটেজ স্কুল গত শনিবার (৩০ মার্চ) এর আয়োজন করে।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সিঙ্গাপুরের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান ছিলেন বিশেষ অতিথি।

হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তৃতায় বলেন, বাংলা ভাষা, সংস্কৃতি ও সঙ্গীতের চর্চা, বিকাশ এবং প্রসারে অবদান রাখার জন্য সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত দু’টি বাংলা স্কুল প্রশংসনীয় ভূমিকা রাখছে।

এরপর শিল্পী অদিতি মহসিন তাঁর সুরেলা কণ্ঠের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মোহিত করেন। অনুষ্ঠানের শেষ ভাগে হাই কমিশনার পত্নী তানজিনা বিনতে আলমগীর শিল্পীকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানান।

উভয় বাংলার কয়েকশ প্রবাসী বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এ সম্পর্কিত আরও খবর