আফ্রিকা থেকে লোক নেবে মালয়েশিয়া, বাংলাদেশ অনিশ্চিত

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:16:23

প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি শ্রমিক হিসেবে এবার আফ্রিকা থেকে লোক নেবে মালয়েশিয়া। আর কিছু শর্তে আটকে রয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া।

দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ থেকে এই সেক্টরে লোক আনার পরিকল্পনা সফল হয়নি। এছাড়াও ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার শ্রমিকদেরও এই সেক্টরে কাজ করার উৎসাহ নেই। কারণ বেতন হিসেবে এখানে তারা খুব বেশি পান না।’

তিনি বলেন, ‘আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে কথা হয়েছে। এই বিষয়ে তারা তাদের সরকারের দৃষ্টিভঙ্গি জানাবেন।’

শুক্রবার (২৮ জুন) গ্যান্টিং হাইল্যান্ডে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আফ্রিকা থেকে শ্রমিক আনলে সেটি কতটুকু সঠিক হয়, সেটি আমরা দেখতে চাচ্ছি। কারণ প্ল্যান্টেশন সেক্টরে কাজ করতে উৎসাহ রয়েছে, এই ধরনের বিদেশি শ্রমিকের চাহিদার কথা জানিয়েছেন মালিকরা।’

কুলাসেগারান বলেন, ‘বাংলাদেশ থেকে শ্রমিক আনার পূর্বের সব চুক্তি বাতিল হয়ে গেছে। তবে আরও কিছু নতুন বিষয় ও কিছু প্রস্তাব নিয়ে আমরা সমঝোতা স্মারক স্বাক্ষর করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বেতন ও বিদেশি শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে আমরাও জানতে চেয়েছি, অবৈধ বিদেশি শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিতে যাচ্ছে। এরপর বাংলাদেশ থেকে শ্রমিক আনার বিষয়ে চুক্তি হবে কিনা, সেটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর