লিবিয়ায় বিমান হামলায় নিহতের একজন বাংলাদেশি

, প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:17:23

লিবিয়ার একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

নিহতের বাড়ি মাদারীপুরের মোস্তফাপুর। তার সম্পূর্ণ নাম পরিচয় জানা যায়নি। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মূলত ভূ-মধ্য সাগরপথে ইউরোপে পাড়ি জমাবে বলেই লিবিয়ায় অবস্থান করছিল তারা

বুধবার (৩ জুলাই) অভিবাসী আটক কেন্দ্রে এ বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় বিমান হামলায় নিহতের একজন বাংলাদেশি

দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী।

দেশটির জরুরি সেবার এক মুখপাত্র জানান, ১২০ জন অভিবাসী সেখানে ছিলেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে অভিবাসীদের কেন্দ্রে পরিণত হয়েছে লিবিয়া। কারণ বিভিন্ন দেশের অভিবাসীরা সাগরপথে ইউরোপ পৌঁছাতে লিবিয়ার এই রুটটি বেছে নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর