কুয়ালালামপুরে ৩২ বাংলাদেশি আটক

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 17:37:36

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ১০৬ জন নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। যার মধ্যে ৩২ জন বাংলাদেশি রয়েছেন।

কুয়ালালামপুর পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার দাতুক রোসলা বেক আহমেদ বলেন, 'গত ১৫ আগস্ট শহরের পাসার বোরং সেলায়াং, চো কিত. বান্দার তাসিক সেলাতান এলআরটি স্টেশন, সেগামবুত পুসাত, মাইল ৩ ১/২ জালান ইপোহ, পাসার সেনি, জালান পাদাং বেলিয়া, ভিভেকানন্দ এবং উইসমাহ ইন্দাহতে একযোগে অভিযান পরিচালনা করা হয়।'

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মোট ১৮৪ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। রোববার (১৮ আগস্ট) দেশটির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সময় ২০৮ জন বিদেশির তথ্য উপাত্ত যাচাই করা হয় এবং ১০৬ জনকে আটক করা হয়।

তিনি বলেন, 'সবচেয়ে বেশি আটক হয়েছেন মায়ানমারের নাগরিক ৪৩ জন। এরপর রয়েছে ৩২ জন বাংলাদেশি। আটক হওয়াদের মধ্যে রয়েছেন ভারতের ১২ জন, ইন্দোনেশিয়ার ৯ জন, নেপালের পাঁচ জন, নাইজেরিয়ার ও শ্রীলঙ্কার দুই জন এবং পাকিস্তানের এক জন।

দেশটির এ পুলিশ কর্মকর্তা বলেন, 'পরবর্তী পদক্ষেপ নিতে আটককৃতদের জিনজাং, ডান ওয়াঙ্গি এবং চেরাস লক-আপে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর সেকশন ৬(১) এর অধীনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হচ্ছে।'

রোসলান বলেন, 'পুলিশ লক্ষ্য করেছে, শহরে বিদেশিদের স্রোত বাড়ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা এই অভিযান আরও জোরদার করব।'

এ সম্পর্কিত আরও খবর