সিঙ্গাপুরে বাংলা স্কুলের রজতজয়ন্তী উদযাপিত

, প্রবাসী

প্রবাস ডেস্ক | 2023-09-01 22:50:46

সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের দ্বারা পরিচালিত বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটি (বিএলএসএস) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় ন্যাশনাল লাইব্রেরি মিলনায়তনে ৮ সেপ্টেম্বর এক সুধি সমাবেশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রজত জয়ন্তী অনুষ্ঠান প্রাঙ্গণ বাংলাদেশি বই, কারুপণ্য, খাবার সহ বিভিন্ন স্টল দ্বারা সাজানো হয়।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তব্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অবদানের জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতাসহ যারা এর পরিচালনার দায়িত্বে ছিলেন এবং আছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

যে ভাষার জন্য বাঙালিরা জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সেই ভাষা ও সংস্কৃতির গর্বিত উত্তরাধিকারী হিসেবে পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা শিখতে উৎসাহিত করার জন্য তিনি প্রবাসী অভিভাবকদের প্রতি আহবান জানান।

রজত জয়ন্তী  উপলক্ষে আয়োজকরা ”প্রতীতি” নামে একটি স্মরণিকা প্রকাশ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সিঙ্গাপুর প্রবাসী সহস্রাধিক বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এ সম্পর্কিত আরও খবর