মাদ্রিদে ভূঁইয়া মানি ট্রান্সফারের নতুন শাখার উদ্বোধন

, প্রবাসী

কবির আল মাহমুদ, স্পেন | 2023-08-24 18:45:27

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ভূঁইয়া মানি ট্রান্সফারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রিদের লাভাপিয়েস সংলগ্ন আমপারো রোডের ৬১ নম্বর এবং সমরেরেতো রোডের ৮ নম্বরে আনুষ্ঠানিকভাবে ভূঁইয়া মানি ট্রান্সফারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়। এ সময় মাদ্রিদের বিভিন্ন পেশা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। 

নাহিদ ভূঁইয়া এর সভাপতিত্ব করেন

ভূঁইয়া মনি ট্রান্সফারের স্বত্বাধিকারী নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক হোসাইন ইকবাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূঁইয়া মানি ট্রান্সফারের দ্বিতীয় শাখার উদ্বোধন করেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়রসহ সভাপতি আল আমীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা রেজা শাহ, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল প্রমুখ।

আমপারো রোডের ৬১ নম্বর এবং সমরেরেতো রোডের ৮ নম্বরে নতুন শাখা উদ্বোধন করা হয়

 

প্রধান অতিথি রেদওয়ান আহমদ বলেন, সরকারের দূতাবাস সমূহের বিভিন্ন পদক্ষেপের সুবাদে বিগত কয়েক বছরে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এছাড়া সরকারের দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর  ফলে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমদ বলেন, হুন্ডি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং দণ্ডনীয় অপরাধ, সরকার নিজস্ব অর্থায়নে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে।

এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক একরামুরুজ্জামান কিরণ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি রুবেল মজুমদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর