পর্তুগালে বিনামূল্যে কোরআন বিতরণ

, প্রবাসী

নাঈম হাসান, বার্তাটোয়েন্টিফোর.কম, লিসবন | 2023-08-23 04:45:20

পর্তুগাল থেকে: পর্তুগালের রাজধানী লিসবনে বিনামূল্যে কোরআন বিতরণ করেছে ‘আল কোরআন মেমোরাইজিং সেন্টার’।

শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে লিসবনের কাজা দ্য কবিলহা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি ব্যাক্তিদের মধ্যে কোরআন বিনামূল্যে বিতরণ করা হয়। এতে বাংলা, ইংরেজি ও আরবি তিন ভাষায় অনুদিত আল কোরআন বিতরণ করা হয়।

তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মহিউদ্দিন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মসজিদ লিসবনের ইমাম ও খতিব মাওলানা শেখ ডেভিড মুনির।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. কাজল আহমেদ ও লিসবনের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব অলিউর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা শেখ ডেভিড মুনির। এরপর দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিরতির মাঝে মাঝে ইসলামী সংগীত পরিবেশন করেন লিসবন শিল্পীগোষ্ঠীর সদস্যদরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সাজিদ মোহাম্মদ, কামরুল আলী, সফি উল্লাহ মাহমুদ, রাজীব আল মামুন, মোহাম্মদ আসাদ উল্লাহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর