প্রথম ওয়ান স্টপ সার্ভিস হলো বাংলাদেশ দূতাবাস

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 18:00:27

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যবসা ও বিনিয়োগের যে কোন ধরনের তথ্য বা সহযোগিতা প্রদানের প্রথম ওয়ান স্টপ সার্ভিস হলো বাংলাদেশ দূতাবাস।

শনিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ দূতাবাস, ফ্রান্স এর যৌথ উদ্যোগে প্যারিসের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। এছাড়া সরকারি মাধ্যমে রেমিট্যান্স প্রদানের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা প্রদানের বিষয়টি উল্লেখ করেন।

সেমিনারে বিগত এক দশকে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র, বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বেজার এক্সিকিউটিভ মেম্বার মো. হারুনুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বেজার কার্যক্রম, অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত বিশেষ সুবিধা ও প্রণোদনাসমূহ ও ওয়ান স্টপ সার্ভিস সর্ম্পকে আলোচনা করেন এর জেনারেল ম্যানেজার  মো. সোহেলুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী চলমান বিনিয়োগ প্রকল্প নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগের আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বেজার এক্সিকিউটিভ মেম্বার মো. হারুনুর রশিদ বেজায় বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রণোদনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সম্পর্কিত আরও খবর