চীনের জেঝিয়াং বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

, প্রবাসী

মোহাম্মাদ আনিসুর রহমান, চীন, বার্তা২৪.কম | 2023-08-24 03:34:46

‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় অর্জন এবং সকল অনুপ্রেরণার উৎসভূমি। সুদীর্ঘকালের (১৭৫৭-১৯৪৭) ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিপীড়নের ক্ষত না মুছতেই পূর্ব পাকিস্তানের বাঙালির উপর চেপে বসা পশ্চিম পাকিস্তানের চরম নৈরাজ্যময় (১৯৪৭-১৯৭১) আঘাত। যা বাঙালি জাতিকে সংগ্রামময় দূরদৃষ্টি এবং গৌরবময় ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশ কল্পনায় এনে দিয়েছিল। বাঙালির জাতীয় জীবনে অপরিমেয় ত্যাগ, প্রতিবাদ, বিক্ষোভ ও সংগ্রামের গৌরবময় ফসল ১৯৭১ সালের স্বাধীনতা।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং সম্ভ্রমহারা মা-বোনের আর্তনাদের মধ্যদিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে সবুজ বাংলাদেশের আকাশে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হয়েছিলো। একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিলো আমাদের প্রাণের বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চীনের জেঝিয়াং ইউনিভার্সিটিতে ৪৯তম মহান বিজয় দিবস পালন করা হয়। বিশ্ববিদ্যালয়টির পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষকদের সংগঠন 'বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড স্কলারস অ্যাসোসিয়েশন'-এর সার্বিক সহযোগিতায় দিবসটি পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় সকাল ১১টায় অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারবর্গ দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে বাংলাদেশের লাল-সবুজের ছোট-বড় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। প্রবাস জীবনে বিজয় দিবস উদযাপনের জন্য সকলে অন্য রকম আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর