ঢাকার সিটি নির্বাচন: তাপস ও আতিকের সমর্থনে মাদ্রিদে সভা

, প্রবাসী

কবির আল মাহমুদ, স্পেন | 2023-09-01 16:39:28

ঢাকা দক্ষিণ এবং উত্তর দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের সমর্থনে স্পেনে প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস সংলগ্ন মেহমান খানা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি রাজনীতিবিদ মো. জাকির হোসেন। সঞ্চালনা করেন স্পেন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তামিন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন মাদ্রিদ শহরে বসবাসরত সর্বস্তরের আওয়ামী পরিবারের সদস্যরা।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামকে বিজয়ী করতে সবাই এক সঙ্গে কাজ করার জন্য শপথ নেন। সবাইকে বাংলাদেশে যোগাযোগ বৃদ্ধি করে আত্মীয়-স্বজন ও ভোটারদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রদান করতে অনুরোধ জানানো হয়।

সভায় মাদ্রিদে বসবাসকারী বৃহত্তর ঢাকাবাসীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যোগ দেন।

যুবলীগ নেতা ওলিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেনের সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ, স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেনের প্রচার সম্পাদক আবুল কালাম, আওয়ামী লীগ নেতা হাজী তোয়াবুর রহমান, মুজিবুর রহমান খান, স্পেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল খান, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রুবেল, যুবলীগ নেতা শিপন আহমেদ রাহী, মো. আব্দুস সালাম, মকবুল আহমেদ, এ কে আজাদ, ছাত্রলীগ নেতা রাজীব আহমদ, রাজু আহমদ, সুজেল আহমদ, রনি মোহাম্মদ, বাপ্পী আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, ‘নৌকাকে বিজয়ী করতে প্রবাস থেকে আমাদের সকল শক্তি নিয়োগ করতে হবে। এছাড়া দেশের শতবছরের ঐতিহ্যবাহী সম্প্রীতি রক্ষা করা অসম্ভব।’

স্পেন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তামিন চৌধুরী বলেন, ‘প্রবাসে বাস করেও সব সময় বাংলাদেশকে অনুভব করি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং সম্মিলিতভাবে বিজয় অর্জন করতে হবে।’

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর আত্মজীবনী ও মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও নৈশভোজের মাধ্যমে সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর