শারজাহতে তেলের ট্যাংক বিস্ফোরণে বাংলাদেশি নিখোঁজ

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:04:02

শারজাহতে সাগরে তেলের ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো একজন বাংলাদেশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ওই বাংলাদেশি এবং একজন আফ্রিকান নাবিককে খোঁজা অব্যাহত রেখেছে।

শারজাহ উপকূলে গত সপ্তাহে ওই তেলের ট্যাংক বিস্ফোরণের ঘটনায় আরও দুজন নাবিকের মরদেহ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪।

দ্য ফেডারেল অথরিটি ফর ল্যান্ড অ্যান্ড ম্যারিটাইম ট্রান্সপোর্ট জানিয়েছে, গত ৩০ জানুয়ারি আমিরাতের ২১ মাইল দূরে সাগরে পানামানিয়াম ফ্ল্যাগড ট্যাংকে এই অগ্নিকাণ্ড ঘটে। এমটি স্যাম নামে ওই জাহাজে ১২ জন ক্রু এবং ৪৪ জন টেকনিশিয়ান ছিলেন। যার মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, মিশরীয়সহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, তারা দুটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। অন্যদের খুঁজে পেতেও মন্ত্রণালয়কে সাহায্য করছেন।

আল কুয়াইতি হাসপাতালে আহত ৬ জনকে ভর্তি করা হয় এবং দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৪ জনকে গত রোববার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। মৃতদেহগুলো শারজাহ ফরেনসিক ল্যাবরেটরিতে রাখা হয়েছে।

দুবাইতে ভারতের কনসাল জেনারেল ভিপুল এক টুইট বার্তায় বলেছেন, স্থানীয়রা দুইজন ভারতীয় মৃত্যুর খবর জানিয়েছে। এছাড়াও আহত ভারতীয়দের চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর