করোনায় ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯, আক্রান্ত ১১২৮

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে | 2023-09-01 22:42:08

ইতালিতে প্রাণঘাতী কভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ইতালি স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, শনিবার ( ২৯ ফেব্রুয়ারি)  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৮।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি  অঞ্চলে করোনাভাইরাসে সব চেয়ে বেশি আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত শহর গুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান।

এ কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে আর বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে। অনেক প্রবাসী বাংলাদেশিও কর্মহীন হয়ে পড়েছেন।  ভ্রাম্যমাণ দোকান, রেস্টুরেন্ট, সুপার শপ গুলো বন্ধ করে দেওয়ায় প্রবাসীরা বেকার হয়ে পড়েছেন।

প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে ইতালির সরকার।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

এ ছাড়া রোম দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে।

ইতালিতে ১৫০০ ও ১১২ নম্বরে ফোন করে আক্রান্তদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা-এমন খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর