করোনাভাইরাস আক্রান্তদের সেবা দিবে রোবট!

, প্রবাসী

চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 20:35:18

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের কাজ কমাতে চীনা প্রযুক্তি কোম্পানি চিতা মোবাইল এক বিশেষ ধরনের রোবট তৈরি করেছে।

স্বাস্থ্যকর্মীদের পরিশ্রম কমাতে প্রাণঘাতী এই ভাইরাসের উপত্তিস্থল হুবেই প্রদেশের হাসপাতালগুলোর পাশাপাশি বেইজিং, হেনানসহ অন্যান্য অঞ্চলেও স্বয়ংক্রিয় পরিষেবা দেওয়ার জন্য এই রোবট পাঠিয়েছে চীন সরকার।

চিতা মোবাইলের চেয়ারম্যান ফু শেং বলেছেন, এই রোবটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এবং এটি বহুবিধ কাজ করে। তারা চিকিৎসার পরামর্শ দিতে পারে, ওষুধ সরবরাহ করতে পারে, গাইড করতে পারে ও রোগীদের তাপমাত্রা পরিমাপ করতে পারে।

চায়নার ডেইলি একটি সংবাদে জানিয়েছে, চিতা মোবাইল রোবট ইতিমধ্যেই চীনের পিকিং বিশ্ববিদ্যালয় শৌগাং হাসপাতালে কাজ শুরু করছে।

রোবটটি রোগীদের প্রাথমিক এবং দূরবর্তী রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা দিচ্ছে এবং হাসপাতালের প্রয়োজন অনুসারে পরীক্ষাগারে পরীক্ষার রিপোর্ট এবং ওষুধ সরবরাহ করতে পারে।

এ সম্পর্কিত আরও খবর