মাস্ক বিক্রি না করে থানায় দিয়ে গেল যুবক!

, প্রবাসী

সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:53:29

চীনে করোনাভাইরাসের প্রকোপের শুরুতে হঠাৎ প্রচুর চাহিদা বাড়ে মাস্কের। ভাইরাসটি ছড়িয়ে পড়ার শুরুতেই যখন টাকা দিয়েও চাহিদা মতো মাস্ক কিনতে পাওয়া যাচ্ছিলো না ঠিক এ সময় অদ্ভুত একটি ঘটনা ঘটে চীনের আনহুই প্রদেশে।

আনহুই প্রদেশের একটি থানার সিসি টিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত এক যুবক  থানার ভেতর ঢুকে একাধিক মাস্কের বাক্স ফেলে চলে যান।

অজ্ঞাত ওই যুবক থানার অভ্যর্থনা ডেস্কে মাস্কের বাক্সগুলো রেখেই দৌড়ে চলে যান। অভ্যর্থনা ডেস্কে অবস্থানরত দুজন পুলিশ সদস্য তার পিছনে দৌড়ে আসলেও অজ্ঞাত সেই যুবক দাঁড়ান নি।

তাকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা তাঁর কাজের জন্য ধন্যবাদ জানাতে পেছন থেকে স্যালুট দিয়েছিলেন। এই ভিডিও চীনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

অনেকের ধারণা, অজ্ঞাত সেই যুবকটি ছিলেন কোনো ব্যবসায়ী। তার কাছে এই মাস্কগুলো মজুত ছিল এবং তিনি মাস্কগুলো চড়া দামে বিক্রি না করে পুলিশ স্টেশনে এসে দান করে গিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর