উহানের লক ডাউন তুলে নেয়া হবে ৮ এপ্রিল

, প্রবাসী

চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 18:21:32

করোনাভাইরাসের সূত্রপাত হওয়া চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে জারি করা লক ডাউন বা সব বন্ধের নির্দেশনা আগামী ৮ এপ্রিল তুলে নেয়া হবে । করোনাভাইরাসে দীর্ঘ দিন লক ডাউন হয়ে থাকা শহরটি অবশেষে সচল হতে যাচ্ছে ।

উহানে করোনার প্রকোপ ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ায় চীন সরকার শহরটিকে এ বছরের শুরুর দিকে লক ডাউন করে দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে মঙ্গলবার(২৪ মার্চ) লক ডাউন তুলে দেয়া হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়।

এর আগে কিছু দিন থেকে উহানে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে । একপর্যায়ে সেইসংখ্যা শূন্যতেও চলে আসে। গত পাঁচ দিন এখানে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এলেও মঙ্গলবার আরেকজনের আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

প্রসঙ্গত, উহান থেকে সূত্রপাত হওয়া করোনাভাইরাসের প্রকোপ সারা বিশ্বে বাড়লেও সম্প্রতি চীনে কমে এসেছে। চীনের এ শহরেই দেশটির সিংহভাগ মানুষ করোনায় আক্রান্ত হন। দেশটিতে  আক্রান্তদের সিংহভাগই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।আর মারা গেছেন তিন হাজার ২৭০ জন।

 

 

এ সম্পর্কিত আরও খবর