করোনায় আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরা যা করবেন

, প্রবাসী

সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:20:52

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে করোনাভাইরাস ভয়াবহ অবস্থায় রূপ না নিলেও সরকার ইতোমধ্যেই এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে নানান পদক্ষেপ হাতে নিয়েছে।

শুক্রবার (২৭মার্চ) আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮।

আপনার বাসার কেউ কিংবা আপনি যদি নিকটবর্তী সময়ে সংক্রমিত রোগীর সংস্পর্শে আসেন তাহলে মোটেও আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কিছু নির্দেশনা মেনে চলুন ।

আপনার বাসার ওই সদস্য কিংবা আপনার সংস্পর্শে আসা ব্যক্তিটি করোনায় শনাক্ত হওয়ার পরপরই আইইডিসিআরের পক্ষ থেকেই আপনার সাথে তারাই দ্রুত যোগাযোগ করবে। এ পর্যন্ত আপনি সঙ্গরোধের পাশাপাশি বাসাতে অন্য পরিবারের সদস্যদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখুন ।

আইইডিসিআর থেকে ফোন করা না হলে আপনি নিজেই তাদের হটলাইন নাম্বার , ইমেল কিংবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুন ও তাদের দেওয়া পরামর্শ মেনে চলুন  কিংবা স্থানীয় প্রশাসনকে জানান ।

করোনার পরীক্ষার জন্য চিকিৎসকের সঙ্গে দেখা করার জন্য এ সময় সরাসরি হাসপাতালে  যাবেন না ৷

এ সম্পর্কিত আরও খবর