জর্ডানে বাংলাদেশি শ্রমবাজার রক্ষায় সচেষ্ট দূতাবাস

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 21:05:59

করোনা পরিস্থিতিতে জর্ডানে খাদ্য সঙ্কটে থাকা প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তার পাশাপাশি দেশটিতে শ্রমবাজার সুরক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জর্ডানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

জর্ডানের পোশাকশিল্পে প্রায় ৪৫ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। সেখানকার পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ দূতাবাস।

জর্ডানে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহান সম্প্রতি জর্ডানের ইরবিদ শহরের বিভিন্ন পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

নাহিদা সোবহান জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন্স এপারেলস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের সার্বিক অবস্থার বিষয়ে অবগত হন। যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তার বিষয়ে দূতাবাস সচেষ্ট বলেও জানান তিনি।

ক্লাসিক ফ্যাশন্স এপারেলস লিমিটেড কারখানায় প্রায় পনের হাজার দক্ষ বাংলাদেশি পোশাক শ্রমিক কর্মরত রয়েছেন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান কারখানার কয়েকটি ইউনিট ঘুরে দেখেন এবং কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রদূত সেঞ্চুরি মিরাকল এবং বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যালাক্সি এপারেলস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন।

এ সম্পর্কিত আরও খবর