ইতালিতে দুই বাংলাদেশির মৃত্যু

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:50:12

ইতালিতে গোলাম রাব্বি ও তারেক মিয়াজী নামে দুজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ইতালির মিলান শহরের সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকায় গত রোববার (১০ মে) রাত ৯টায় গোলাম রাব্বি (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মাদারীপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাব্বিকে বাসার নিচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে যায়। রাব্বির বাসার সবাইকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় রাব্বির মামা জিয়া তালুকদার পুলিশের হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

অন্যদিকে ইতালির ব্রেসিয়া শহরে আরেক বাংলাদেশি তারেক মিয়াজী (৪০) ব্রেইন স্ট্রোক করে মারা যান। শুক্রবার (৮ মে) ব্রেসিয়ার পলিয়াম্বুলেন্সা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তারেক মিয়াজীর গ্রামের বাড়ি ফেনীতে। তিনি সপরিবারে ব্রেসিয়া প্রভিন্সের পন্তেভিকো এলাকায় বাস করতেন।

ব্রেসিয়ার বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জানান, তারেকের পরিবারের সিদ্ধান্ত অনুয়ায়ী মরদেহ ব্রেসিয়ার হিমাগারে রাখা হবে ১ মাসের জন্য। এর মধ্যে প্লেন চলাচল শুরু হলে মরদেহ দাফনের জন্য দেশে পাঠানো হবে।

 

এ সম্পর্কিত আরও খবর