রি এন্ট্রি ভিসা ছাড়াই ইতালি প্রবেশ

, প্রবাসী

ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:57:59

অবশেষে ইতালিতে বাতিল করা হলো রি এন্ট্রি ভিসা (permesso di soggiorno) বিজ্ঞপ্তি। করোনা পরিস্থিতিতে ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশে আটকে পড়ায় যাদের ইতালিয়ান ডকুমেন্টস এর মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ইতালি প্রবেশে লাগছেনা রি এন্ট্রি ভিসা।

বৃহস্পতিবার ( ২ জুলাই)  থেকে আগামী ৩১ আগস্ট এর মধ্যে রি এন্ট্রি ভিসা ছাড়াই ইতালিতে যেতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

এ বিষয়ে জানতে চাইলে ইতালিতে বাংলাদেশ দূতাবাস রোম কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩১শে জানুয়ারি  থেকে ৩১ জুলাই এর মধ্যে যাদের সৌজন্যের মেয়াদ শেষ হয়ে গেছে শুধু তারাই ৩১ আগস্ট পর্যন্ত  ইতালিতে প্রবেশ করতে পারবে কোন রি এন্ট্রি ভিসা ছাড়াই। তবে ট্রানজিটের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোন দেশে ট্রানজিট নিতে হবে বা তারা সরাসরি ফ্লাইটে ইতালি প্রবেশের সুযোগ পাবেন।

জানা গেছে, গত ২৮ জুনের ঘোষণায় অনিশ্চিত হয়ে পড়েছিল হাজারো যাত্রীর ইতালি ফিরে যাওয়া। দূতাবাস বন্ধ থাকায় পাওয়া যাচ্ছিলো না কোনো সঠিক তথ্য। বৃহস্পতিবার এই নতুন ঘোষণায় কেটে গেল সব বাধা। আটকে পড়া ইতালি প্রবাসীরা ভিসা ছাড়াই  ফিরতে পারবেন। এই ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মুখে হাসি ফুটেছে।

এ সম্পর্কিত আরও খবর