ভারতে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 13:21:57

ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াদায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবাসিক হোটেলটি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহার করা হচ্ছিল।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিজয়ওয়াড়ার হোটেল স্বর্ণ প্যালেসে ভোর পাঁচটায় আগুনের সূত্রপাত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই হোটেলটিকে রমেশ হাসপাতালকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করেছিল। হোটেলে রোগী ও স্টাফসহ ৪০ জন ছিলেন। তাদের মধ্যে ৩০ জন কোভিড রোগী ও ১০ হাসপাতালের স্টাফ ছিলেন। 

আগুন লাগা শুরু হয় একতলায় তারপর সেটা দোতলায় ছড়িয়ে পড়ে। একটি তলা থেকে অন্য তলায় দ্রুত ঘন কালো ধোঁওয়া ছড়িয়ে পড়তে থাকে। চারজন এক তলার জানলা থেকে বাঁচার জন্য লাফ দেন। পুলিশ ও দমকলকর্মীরা জানলা ভেঙে মইয়ের সাহায্যে উদ্ধার হাসপাতালের ভিতরে আটকে পড়া মানুষদের বের করে।

পুলিশ কমিশনার শ্রীনিবাসন জানিয়েছেন, রোববার ভোরে হঠাৎ করেই হোটেলটিতে আগুন লেগে যায়৷ কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও জানা যায় নি।

এ সম্পর্কিত আরও খবর