নিউজিল্যান্ডে নতুন করে সংক্রমণ বৃদ্ধি, পেছালো সাধারণ নির্বাচন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:16:58

নিউজিল্যান্ডের অকল্যান্ডে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ রুখতে দেশটির সাধারণ নির্বাচন পেছানো হয়েছে।

গত দুই দিনে নতুন করে নিউজিল্যান্ডে মোট ৬৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ অবস্থায় বিরোধীদলীয় নেতারা নির্বাচন পেছানোর আহ্বান জানায়। সংক্রমণ রুখতে সকল প্রকার নির্বাচনী প্রচারণাও বন্ধ ছিল দেশটিতে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ নিয়ে এক বিবৃতিতে বলেছেন, সংসদে প্রতিটি রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করার পরে তিনি ১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পিছিয়ে ১৭ অক্টোবর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন।

এদিকে বিদেশ থেকে যারা আসছেন তারা সংক্রমিত থাকায় নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। তবে নতুন করে কোথা থেকে কিংবা কার মাধ্যমে সংক্রমণ শুরু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি। দুইদিন আগে দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।

এ সম্পর্কিত আরও খবর