ভারতে এক দিনে রেকর্ড প্রায় ৭০ হাজার করোনা শনাক্ত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 21:10:26

ভারতে এক দিনে রেকর্ড ৬৯ হাজার ৬৫২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৩৬ হাজার ৯২৬ জনে

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতে ২৮ লাখ ৩৬ হাজার ৯২৬ জন করোনা শনাক্তের বিপরীতে বিশ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় বিপর্যস্ত দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭৭ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।

ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ২৮ হাজার ৬৪২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ছে। এরপরের রাজ্যগুলো হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ ও দিল্লি ।

দেশটিতে সুস্থ হার ৭৩ দশমিক ৯০ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর