ভারতে করোনা শনাক্ত ৩০ লাখ ছাড়াল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 20:06:46

ভারতে করোনাভাইরাস শনাক্ত ৩০ লাখ ছাড়িয়েছে। একইসময়ে দেশটিতে করোনায় মোট ৫৬ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) করোনা লাইভ ট্র্যাকার ওয়ার্ল্ডোমিটারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য তুলে ধরে।

শনিবার রাত পর্যন্ত ভারতে কোভিড আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৩৮ হাজার ১৩ জন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৪৫ জনের পজিটিভ এসেছে। গোটা দেশে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৫৬ হাজার ৭৯২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৭৪.৭৯ শতাংশ ছাড়িয়েছে। মৃত্যুহার নেমে এসেছে ১.৮৭ শতাংশে। ২১ অগস্ট পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৭৩টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। এর মধ্যে শুক্রবার ১০ লাখ ২৩ হাজার ৮৩৬টি নমুনার টেস্ট হয়েছে। এটি ছিল একদিনে সর্বোচ্চ সংখ্যক টেস্ট।

এ সম্পর্কিত আরও খবর