করোনাভাইরাস নির্মূল হবার নয়: ব্রিটিশ বিজ্ঞানীর সতর্কবার্তা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 06:49:28

পৃথিবী থেকে করোনাভাইরাস চিরতরে নির্মূল হবার নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার মার্ক ওয়ালপোর্ট। তিনি বলেছেন এই ভাইরাস কোনও না কোনও রূপে চিরকাল থেকে যাবে।

শনিবার (২২ আগস্ট) বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের এই বৈজ্ঞানিক উপদেষ্টা আরও বলেছেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে একটা নির্দিষ্ট সময় পরপর ভ্যাকসিন নিতে হবে।

অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২১ আগস্ট) জানিয়েছে, তারা আশা করছেন করোনা মহামারি শেষ হতে দুই বছর সময় লাগতে পারে । তারা আরও জানায়, কোভিড-১৯ মহামারি ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারির চেয়ে কম সময় স্থায়ী হবে।

এদিকে, ইউরোপে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি বিভিন্ন দেশে আবারও এর প্রকোপ বেড়েছে। স্যার মার্ক সতর্ক করে বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভ্রমণ করলেই ছড়াতে পারে এই ভাইরাস। এতে করে আবারও করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই লকডাউনের চিন্তার পরিবর্তে বিকল্প উপায় বের করার পরামর্শ দেন এই বিজ্ঞানী।

 

এ সম্পর্কিত আরও খবর