সৌদি বিমানবন্দরে আবারও ড্রোন হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 18:12:20

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

আরব নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) এই হামলা চালানো হয়। তবে সৌদি আরব দাবি করেছে, তারা ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবেই হুথিরা বার বার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সৌদি জোট ড্রোন হামলার কথা স্বীকার করে জানিয়েছেন, তারা বিস্ফোরক বোঝাই ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়। সে সময়ও আরব জোট দাবি করেছিল- তারা চারটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ৬টি ড্রোন ভূপাতিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর