এবার সেতু ভেঙে পড়ল শিলিগুড়িতে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 18:19:38

 

ভারতের পশ্চিমবঙ্গে মাঝের হাটের সেতু ভেঙে পড়া নিয়ে চলেছে সমালোচনার ঝড়। আর তাতে নতুন করে যোগ হলো আরো একটি সেতু ভাঙার খবর। এবার শিলিগুড়ির ফাসিদেওয়ায় ভেঙে পড়েছে একটি সেতু। কেউ নিহত না হলেও আহত হয়েছেন একজন ট্রাক চালক।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে ঘটে এই সেতু ভাঙার ঘটনাটি। যেহেতু ফাসিদেওয়া এলাকার সঙ্গে চরহাটের যোগাযোগের একমাত্র রাস্তা এই সেতে তাই চিন্তিত হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সেতুটির মেরামতের দাবি জানিয়ে আসলেও প্রশাসন সে দিকে নজর না দেওয়াই আজকের এই ঘটনা ঘটেছে।

দেশটির গণমাধ্যম বলছে, শুধু শহর কলকাতাই নয় জেলাগুলিতেও এমন বহু সেতু রয়েছে যাদের অবস্থা অত্যন্ত জীর্ণ৷ যেকোনও সময়ে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ স্থানীয়রা বলছেন, এদিন যে সেতুটি ভেঙে পড়ল সেখানে খুব বেশি ওজন নিয়ে যান চলাচল করে নি৷ বরং নিয়ম করে যদি রক্ষণাবেক্ষণ করা যেত তবে এমনটা হত না৷

এই সেতু ভাঙার ফলে মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন৷ পর্যটনমন্ত্রী গৌতম দেব ঘটনা প্রসঙ্গে বলেন, আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি৷ পরিস্থিতি ঠিক কীরকম তা দেখেই মন্তব্য করতে পারব৷

 

এ সম্পর্কিত আরও খবর