দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে হত্যার পর পুড়িয়ে ফেলেছে পিয়ংইয়ং

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 20:05:05

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলেছে বলে দাবি করেছে সিউল।

সোমবার (২১ সেপ্টেম্বর) উত্তরের সীমানা থেকে ১০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ওই কর্মকর্তা একটি টহল নৌকা থেকে নিখোঁজ হয়ে যান। তবে ৪৭ বছর বয়সী ওই মৎস্য কর্মকর্তা কী করে উত্তরের জলসীমায় গেলেন, তা দক্ষিণের সেনাবাহিনী ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল আন ইয়ং-হো এই হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, এটা পাশবিক, আমরা এ ঘটনার নিন্দা করছি।

সিউল জানিয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে নিখোঁজ হয় ওই ব্যক্তি এবং পরে তাকে মৃত অবস্থায় উত্তরের জলসীমা থেকে পাওয়া যায়। উত্তর কোরিয়ার সৈন্যরা তাকে গুলি করে হত্যার পর গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ সম্পর্কিত আরও খবর