হাসপাতাল ছেড়ে ‘সারপ্রাইজ ভিজিটে’ ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-24 11:26:45

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমানে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তার অসুস্থতার কথা শুনে অনেক কর্মী-সমর্থক ওই হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন। আর কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময় গাড়ির ভেতরে ছিলেন তিনি। মুখে মাস্কও পড়েছিলেন। তখন হাসপাতালের বাইরে তার গাড়িবহরকে চক্কর দিতে দেখা যায়।

কর্মী-সমর্থকদের চমকে দিতে সফর করবেন বলে টুইটারে এক ঘোষণা দেন ট্রাম্প। এর কিছুক্ষণের মধ্যেই এই ‘সারপ্রাইজ ভিজিট’ করেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে নিরাপদ হিসেবে জানান চিকিৎসকরা। এরপরই কিছুক্ষণের জন্য হাসপাতাল ছাড়েন ট্রাম্প।

চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবারের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। এমনটিই বিশ্বাস করেন চিকিৎসকরা।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন তিনি। এখন সবাইকে সেটা জানাতে চান।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর