আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ বেসামরিক

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:41:59

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংঘর্ষে আর্মেনিয়ার ছোড়া গোলায় আজারবাইজানের অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

গ্যাঞ্জা শহরে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জনে এবং ২০টিরও বেশি ঘর বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আজারবাইজান জানিয়েছে, শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া গোলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হেনেছে।

এই হামলার বিষয়ে আর্মেনিয়ার এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্যাঞ্জাতে শনিবার ভোরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তৃতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে কৌশলগত শহর মিঙ্গেসেভিরে। আজারবাইজান আর্মেনীয় বিদ্রোহীদের রাজধানী স্টেপানাকার্টে গোলা নিক্ষেপ করার কয়েক ঘণ্টা পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। কালো ব্যাগে মরদেহ নিয়ে যেতে দেখেছেন তারা। হামলায় কয়েকটি বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সহকারী হিকমেত হাজিয়েভ এক টুইটবার্তায় বলেন, ‘ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ থেকে জরুরি ভিত্তিতে নাগরিকদের উদ্ধার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘গানজায় বেসামরিক নাগরিকদের ওপর আর্মেনিয়ার বিশ্বাসঘাতকাসুলভ ও নিষ্ঠুর ক্ষেপণাস্ত্র হামলা দেশটির রাজনৈতিক-সামরিক নেতৃত্বের দুর্বলতা ও বেপরোয়া মনোভাবকে তুলে ধরে।’

তিনি আরো বলেন, ‘আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই জঘন্য যুদ্ধাপরাধের দায় নিতে রাজি নয়।’

প্রসঙ্গত, নাগোরনো-কারাবাখকে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েক দশক ধরে যুদ্ধ চলছে। ২৭ সেপ্টেম্বর নতুন করে শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ৩০০ জন নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর