করোনাকালে দর্শকশূন্য থাকবে কলকাতার ঐতিহ্যবাহী পূজামণ্ডপ

ভারত, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:34:19

বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় সিক্ত কলকাতার দুর্গাপূজা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বিপুল অংশগ্রহণে কলকাতা পরিণত হয় উৎসবের নগরীতে। করোনাকালে ঐতিহ্যবাহী পূজায় ব্যাপক জনসমাগমের কারণে আশঙ্কা করা হচ্ছে সংক্রমণের।

সংক্রমণ প্রতিরোধে ভারতের কলকাতার বিখ্যাত দুর্গা পূজায় মণ্ডপে ভিড় এড়াতে  বড়সড় পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট।

পূজায় ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় এক রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বেঞ্চ জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপ কন্টেইনমেন্ট জোন।দর্শকশূন্য থাকবে পূজামণ্ডপ।পাশাপাশি মণ্ডপের মধ্যে ১৫ থেকে ২০  জন স্বেচ্ছাসেবক থাকবেন।তাদের নাম আগে থেকে পুলিশের কাছে  নথিভুক্ত করতে হবে।

ছোট প্যান্ডেলে ৫ মিটার দূরত্ব, বড়গুলোতে১০ মিটার দূরত্ব রাখতে হবে।প্যান্ডেলের সীমানা ঘিরে রাখতে হবে।সেখানে নো এন্ট্রি লিখে দিতে হবে।

এ বিষয়ে বিচারপতির বেঞ্চের পরামর্শ,  শহরে যেমন মার্কেটে ভিড় হচ্ছে, সেটার  পুনারাবৃত্তি হতে দেওয়া যায় না। তবে ভার্চুয়াল কভারেজ করা যেতে পারে। এতে সাধারণ দর্শক ভার্চুয়াল দেখবেন। রাজ্যের যে ৩৪ হাজার পূজা কমিটি সরকারি অনুদান নিয়েছে, এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, রাজ্যে ৩ হাজার পূজা মণ্ডপ আছে, যাতে লক্ষ লক্ষ মানুষ অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর