যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডেসিভির

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 09:24:28

গিলিয়েড সায়েন্সেসের ভাইরাসপ্রতিরোধী ওষুধ রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য গতকাল বৃহস্পতিবার এফডিএ ওষুধটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

ইবোলোর ওষুধ রেমডেসিভিরের ব্রান্ডনেম ভেকলুরি প্রসঙ্গে এফডিএ বিবৃতিতে বলেছে, ‘কোভিড-১৯ এর ক্ষেত্রে প্রথম কোনো ওষুধ হিসেবে এফডিএ-র অনুমোদন পেল ভেকুলারি।’ এদিকে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিনিক্যাল ট্রায়াল শেষে জানায়, করোনায় রেমডেসিভিরের কার্যকারিতা খুব সামান্য কিংবা নেই।

ওষুধটি শিরায় দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা হয়েছিল।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে গতকাল ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে চূড়ান্ত বিতর্কে অংশ নেন। এই বিতর্কের কয়েক ঘণ্টা আগে রেমডেসিভিরের অনুমোদন দিল এফডিএ।

এ সম্পর্কিত আরও খবর