‘ফ্রান্সে গ্রীষ্ম পর্যন্ত থাকতে পারে করোনাভাইরাস’

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:43:16

ফ্রান্সে করোনাভাইরাস অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন।

শুক্রবার প্যারিসের এক হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার দেশটিতে ৪০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৯৮ জনের।

ম্যাক্রন বলেন, বিজ্ঞানীরা তাকে জানিয়েছেন, অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত করোনা থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

তিনি বলেন, আগামী বছরের মাঝ পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখবে ফ্রান্স।

রাশিয়া, পোল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত ১০ দিনে ইউরোপে দৈনিক সংক্রমণের সংখ্যা দ্বিগুণ। মহাদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ। মৃত্যু হয়েছে দুই লাখ ৪৭ হাজার মানুষের।

দেশটিতে ১৭ অক্টোবর চার সপ্তাহের জন্য রাজধানী প্যারিসসহ নয়টি শহরে রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়।

তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার রাত থেকে তা বাড়িয়ে ছয় সপ্তাহ করা হয়। দেশটির দুই-তৃতীয়াংশ শহরে এ কারফিউ জারি থাকবে বলে জানানো হয়।

করোনাভাইরাসে নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন থেকে পাঁচ হাজারে নেমে এলে কারফিউ শিথিল করা হতে পারে বলে জানান এমানুয়েল ম্যাক্রন।

এ সম্পর্কিত আরও খবর