স্যামসাং-এর চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 23:21:55

ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর বিশ্বের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিকে বিশ্ব দরবারে পরিচিত করতে লি’র অবদান অনেক। তার নেতৃত্বে স্মার্টফোন ও মেমোরি চিপ উৎপাদনে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয় স্যামসাং।

বিবৃতিতে স্যামসাং জানায়, চেয়ারম্যান লি একজন সত্যিকারের দূরদর্শী ছিলেন। তার হাত ধরে দক্ষিণ কোরিয়ার স্থানীয় ব্যবসায় থেকে স্যামসাংকে বিশ্ব দরবারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তর করেন।

এছাড়াও লি’র অধীনে স্যামসাংয়ের অর্থনৈতিক ভিত এতটাই মজবুত হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-পঞ্চমাংশেই প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর