ইইউ ব্রেক্সিট আলোচকরা লন্ডন সফর বাড়িয়ে দেবেন: টেলিগ্রাফ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 11:40:17

ইইউ’র প্রধান আলোচক মিশেল বার্নিয়ার ব্রিটেনের সাথে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য আলোচনার অগ্রগতি সম্পর্কে আশাবাদী। এজন্য বুধবার পর্যন্ত লন্ডনে তার সফর বাড়ানোর পরিকল্পনা করছেন।

রোববার বার্তা সংস্থা রয়টার্স টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানায়।

প্রতিবেদন থেকে জানা যায়, রোববার ইউরোপীয় ইউনিয়নের আলোচক দলটির ব্রাসেলসে ফিরে আসার কথা ছিল।

টেলিগ্রাফে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রিটিশ দলটি ব্রাসেলসে আরও আলোচনার জন্য কিছু দিন থাকবেন। একই সঙ্গে পরের শনিবার কার্যকরভাবে দু’পক্ষই কোনও চুক্তিতে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সিদ্ধান্তও হতে পারে।

ব্রিটেন এবং ইইউ শেষ মুহূর্তের বাণিজ্য চুক্তিতে আলোচনায় ভাল অগ্রগতি অর্জন করেছে। যা পাঁচ বছরের পুরনো ব্রেক্সিট সঙ্কটের একটি সমাধান আশা করছেন আলোচকরা।

গত সপ্তাহে রয়টার্স জানিয়েছে যে, ব্রেক্সিটের পরে ফ্রান্স তার মাছ ধরা শিল্পকে আরও ছোট ধরার জন্য প্রস্তুত রয়েছে, এ বিষয়ে একটি চুক্তিও হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর