২ নভেম্বর থেকে জার্মানিতে ফের লকডাউন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:35:37

জার্মানিতে দ্বিতীয় পর্যায়ে এসে করোনাভাইরাস সংক্রমণের হার দ্রুত বাড়ছে। তাই করোনা সংকট মোকাবিলায় দেশটিতে আবারও লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।

বুধবার (২৮ অক্টোবর) এক আলোচনা শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেল ও দেশটির রাজ্যপ্রধানরা আগামী ২ নভেম্বর (সোমবার) থেকে দেশব্যাপী লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, জার্মানিতে ২ নভেম্বর থেকে লকডাউন কার্যকর হবে। তবে লকডাউনের সময় স্কুল ও দোকান উন্মুক্ত থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ দুটি পরিবার বা সর্বোচ্চ ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে ২ নভেম্বর থেকে পুরা মাসব্যাপী রেস্তোঁরা-বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। ফিটনেস স্টুডিও, সুইমিং পুল বন্ধ থাকবে মাসব্যাপী।

এছাড়াও দেশটির জনগণকে অপ্রয়োজনীয় ব্যক্তিগত ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন চ্যান্সেলর ম্যার্কেল।

এদিকে জার্মানিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে ১৪ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত দেশটিতে দৈনিক আক্রান্তের রেকর্ড।

এ সম্পর্কিত আরও খবর