‘যুক্তরাজ্য লকডাউন ঠেকানোর যথাসাধ্য চেষ্টা করছে’

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 04:53:58

ব্রিটিশ সরকার দেশটিতে দ্বিতীয়বারের মতো জাতীয় লকডাউন ঠেকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। সরকারের বিশ্বাস- তারা কঠোর স্থানীয় ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্য সরকারের গৃহায়ণমন্ত্রী রবার্ট জেনরিক এসব কথা বলেন।

যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রবার্ট জেনরিক আরো বলেন, সরকার সবকিছু পর্যালোচনা করছে। এটি জীবিকা এবং অর্থনীতিকে যে ক্ষয়ক্ষতি করেছে-তার কারণে লকডাউন এড়ানোর চেষ্টা করছে।

গৃহায়ণমন্ত্রী স্কাই নিউজকে বলেন, সরকারের অত্যন্ত স্পষ্ট নীতি হলো একটি সম্পূর্ণ লকডাউন এড়াতে যতটা সম্ভব চেষ্টা করা।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুসারে, আজ বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাজ্যে ৯ লাখ ৪২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫ হাজার ৭৫ জন।

এ সম্পর্কিত আরও খবর