জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিজেপি’র তিন কর্মী নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:04:09

জম্মু ও কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন কর্মী নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় গাড়িতে করে যাওয়ার সময় বিজেপির এই তিন কর্মীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এর আগে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে জেলা যুব শাখার সাধারণ সম্পাদকও রয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ‘রেসিস্টেন্স ফ্রন্ট’ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী গত বছর এই ধরনের এক হামলার দায় স্বীকার করেছিল।

আজকের হামলা রাজনীতিবিদদের লক্ষ্য করে, আরও হামলা হতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে- বলেন এই কর্মকর্তা।

পুলিশের একটি বিবৃতিতে নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিজেপির কুলগ্রাম জেলা যুব শাখার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইয়াতু, উমর রশিদ বেইগ এবং উমর রমজান হাজম।

এদিকে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে ভয়াবহ সংবাদ পেলাম। সন্ত্রাসী হামলা বিজেপির তিন কর্মী নিহত হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।

এ সম্পর্কিত আরও খবর