জয়ের আশা দেখছেন ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 05:33:04

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে। মার্কিন নির্বাচনের ফলাফলে সামান্য হলেও এগিয়ে রয়েছেন জো বাইডেন।

তবে এখনো গুরুত্বপূর্ণ কিছু রাজ্যের ফলাফল প্রকাশিত হয়নি। টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, জর্জিয়ার মতো বেশ কয়েকটি রাজ্যকে অ্যামেরিকায় গেম চেঞ্জার হিসেবে ধরা হয়। ওই রাজ্যগুলিতে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে নির্বাচনের ফলাফলের সার্বিক পরিস্থিতি দেখে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকা জুড়ে সত্যিই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি। ধন্যবাদ।

প্রাথমিক হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ১৩১ ভোটে এগিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রাথমিক ভোট ১০৮। জো বাইডেনের থেকে এই মুহূর্তে ট্রাম্প পিছিয়ে। তবে ফ্লোরিডায় জোর লড়াই হচ্ছে। ফ্লোরিডা যাঁর হবে, ভোটের হিসেবেও তিনি অনেকটা এগিয়ে যাবেন।

তবে মঙ্গলবার রাতেও ফ্লোরিডা জয় একপ্রকার নিশ্চিত বলে ঘোষণা করেছিলেন ট্রাম্প।  এখনো পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভালো ফল করছেন বাইডেন। দক্ষিণের রাজ্যগুলিতে ভালো ফল করছেন ট্রাম্প।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনই ট্রেন্ড বোঝা মুশকিল। আরো বেলা বাড়লে কার পাল্লা ভারী তা খানিকটা স্পষ্ট হবে।

এ সম্পর্কিত আরও খবর