ঘূর্ণিঝড় ইটার প্রভাবে মধ্য আমেরিকায় ১০০ জনের মৃত্যু

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-27 02:12:30

ঘূর্ণিঝড় ইটার প্রভাবে মধ্য আমেরিকায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভূমিধস। দেড় শতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গণমাধ্যমটি আরও জানায়, বর্তমানে ঘূর্ণিঝড়টি ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছে। এর প্রভাবে ইতোমধ্যে গৃহহীন হয়ে পড়েছে হাজারও মানুষ।

শনিবার স্থানীয় সময় রাত থেকে রোববার সকালের মধ্যে এটি কিউবার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা।

গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেয়ি জানিয়েছেন, ইটার প্রভাবে অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

এ সম্পর্কিত আরও খবর