কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট?

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:34:34

যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে চারদিন হতে চললো, বিজয়ী সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সবার নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। সবাই জানতে চাইছেন, কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট?

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন। তিনি বলেন, ‘ভোটের সংখ্যায় এটি স্পষ্ট যে, আমরা নির্বাচনী দৌড়ে জিততে চলেছি।’

এএফপি ও রয়টার্সের খবরে জানা যায়, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে বক্তব্য দেন বাইডেন।

এদিকে এখনও ছয়টি রাজ্যে ভোট গণনা চলছে। বিজয়ীর নাম ঘোষণা করতে আরও কিছু সময় লাগবে।

জো বাইডেন জয়ের পথে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জয়ের জন্য তার আরও ১৭টি ইলেকটোরাল ভোট প্রয়োজন।

যে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ দুই প্রার্থীর জন্য সেখানে ভোট গণনার সবশেষ:

পেনসিলভেনিয়ায় জো বাইডেন এই মুহূর্তে ২৮,৮৮৩ ভোটে এগিয়ে আছেন। এই রাজ্যের ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি- বিশটি। এই রাজ্যে জিততে পারলে মি. বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন।

অ্যারিজোনাতেও তিনি মি. ট্রাম্পের চেয়ে ২৯,৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।
নেভাডাতে এগিয়ে মি. বাইডেন- ভোটের ব্যবধান এই মুহূর্তে ২২,৬৫৭।

জর্জিয়াতেও এগিয়ে আছেন জো বাইডেন, তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম- ৭,২৪৮ ভোট। রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুন:গণনা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ভোট গণনায় সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেকটোরাল ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট।

যদিও মার্কিন কয়েকটি মার্কিন সংবাদ সংস্থা জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে জানিয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর