জম্মু-কাশ্মির সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-25 00:35:47

জম্মু–কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর `সন্ত্রাসবিরোধী' অভিযান চলছিল। এ সময় জঙ্গিরা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য এবং তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত সংবাদের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জম্মু–কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর `সন্ত্রাসবিরোধী' অভিযান চলাকালে জঙ্গিরা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য এবং তিন সন্ত্রাসী নিহত হন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, মাচিল সেক্টরের (‌উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায়)‌ কাছে এলসি ফেন্সে সেনার পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস লক্ষ্য করা হয়। মূলত ওই সময় জঙ্গিদের অনুপ্রবেশ করতে দেখা যায়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি জম্মু–কাশ্মির সীমান্তে এপ্রিলের পর বড় কোনো সংঘর্ষের ঘটনা।

এ সম্পর্কিত আরও খবর