বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত পাঁচ কোটি ১৭ লাখ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 10:34:43

সারাবিশ্বে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ কোটি ১৭ লাখের বেশি মানুষ। এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার ২৭ জন।

বুধবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের দেয়া তথ্যমতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ১৭ লাখ ৯০ হাজার ১৯৫ জন। মোট কোভিড-১৯ রোগীর এক-চতুর্থাংশ মানুষ আক্রান্ত হয়েছেন গত এক মাসে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক মহামারিতে বিশ্বের মোট ২১৮টি দেশ আক্রান্ত হয়েছে।

বর্তমান বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১২ লাখ ৭৮ হাজার ৪৭১ জনের। চিকিৎসা নিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৮৯৬ জন।

এদিকে সেকেন্ড ওয়েভের সংক্রমণ দ্রুত বাড়ছে ইউরোপীয় অঞ্চল, আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে। বিশ্বে দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ইউরোপের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে ফের জারি করা হয়েছে লকডাউন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৬৩৭ জন। প্রাণহানি হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৮৫ জনের। আর সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৫ হাজার ৭৩২ জন।

যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৬ লাখ ৩৫ হাজার ৭৫৪ জন। মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬১৫ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০ লাখ ১১ হাজার ৮৪৪ জন সুস্থ হয়েছেন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২৮৩। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৪২ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৫০ লাখ ৬৪ হাজার ৩৪৪জন। যা আগের দিনের মত অপরিবর্তিত।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে সোমবার পর্যন্ত মোট ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৬ হাজার ১০৮। এখন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও বর্তমান সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব অনেক কমে গেছে। তবে বিশ্বের চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে চলতি বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও খবর